অভাগা এরশাদ ২২/০১/২০০৯ ইং আমি এক অভাগা আমার নেই কোন জায়গা, এই পৃথিবীর মায়া ঘরে পেলাম শুধু ধোঁকা। মায়াবতী ললনা তুমি কত মায়া জানো, তোমায় তরে ভালবেসে হোলাম আমি শূন্য। তুমি তো বুঝলেনা অভাগার এই মনটা, তোমার জন্য দিতে পারি আমার এই জীবনটা। তোমার বুকে জায়গা পেতে ছারলাম বাড়ী-ঘর, তাইতো এই পৃথিবী হয়ে গেল পর।
আপনি ভাল কবিতা লিখেন। চালিয়ে জান
উত্তরমুছুন